হোম > সারা দেশ > কুমিল্লা

অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেওয়া সেই শাকিল পেল জিপিএ ৪.৫০ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেওয়া কুমিল্লার দাউদকান্দির সেই মো. শাকিল জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার ড. খন্দকার মোশারফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। শাকিল দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন মো. শাকিল (২০)। ১ ডিসেম্বর প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের লোকজন একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায়। এতে তার দুই পা ভেঙে যায়। শাকিলকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন কুমিল্লা ট্রমা সেন্টারে তার পায়ে অপারেশন করানো হয়। এ জন্য অ্যাম্বুলেন্সে শুয়ে থেকে এইচএসসির সব পরীক্ষা দেয় শাকিল। 

এ বিষয়ে শাকিল বলেন, ভেবেছিলাম হয়তো আর বাঁচব না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। অনেক কষ্ট করে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি। খাতায় লিখতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার এই প্রতিকূল অবস্থা যারা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাঁদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 

শাকিলের মা তাজ মেহের বেগম আজকের পত্রিকা বলেন, আমার ছেলেকে এইচএসসি পরীক্ষার সুযোগ করে দেওয়া ও কৃতকার্য হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যাপক আব্দুর রহমান আজকের পত্রিকা বলেন, শাকিল আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী ছাত্র ছিল। নির্বাচন পরবর্তী সহিংসতায় শাকিলের দুটি পা ভেঙে যায়। পরীক্ষায় ওর অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তাকে অসুস্থ শরীর নিয়ে প্রতিটি পরীক্ষা অ্যাম্বুলেন্সে শুয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। 

অধ্যাপক আরও বলেন, শাকিল মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা অনেক খুশি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে