হোম > সারা দেশ > কক্সবাজার

অষ্টম দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ৫৫৯ রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অষ্টম দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন আরও ৫৫৯ জন রোহিঙ্গা। আজ শুক্রবার উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ১৪টি বাসে ২১৮ পরিবারের ৫৫৯ জন রোহিঙ্গা দুটি গাড়িবহরে চট্টগ্রামের নেভাল ঘাটের উদ্দেশে রওনা দেন। 

শুক্রবার রাতে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। আগামীকাল শনিবার চট্টগ্রাম থেকে তাঁদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। 

এর আগে উখিয়া কলেজ মাঠে গত মঙ্গলবার দুপুর থেকে জড়ো হতে শুরু করেন স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক ৩৪টি ক্যাম্পের রোহিঙ্গারা। 

কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আশ্রয়ে থাকাদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করার সরকারি পরিকল্পনা অনুযায়ী আবারও এই কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’ 

গত এপ্রিল থেকে আবহাওয়াজনিত কারণে সাত মাস স্থগিত থাকার পর আবারও এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় গত ২৪ নভেম্বর। এখন পর্যন্ত এ প্রক্রিয়ায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার একর আয়তনের ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির