হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু হাসপাতালে, নিহত বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে তিনিসহ কয়েকজন ভর্তি হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার বেলা ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। তাঁদের সঙ্গে এই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিউতে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘নিহত যুবকের কোনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে।’ 
আজ বিকেল পর্যন্ত এ হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন রোগী ভর্তি হয় বলে জানান তিনি।

এর আগে কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামের একজন নিহত হয়েছেন। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তা ছাড়া সংঘর্ষে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্য এরশাদ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু