হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মুরাদনগর থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোহেল মিয়া এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মনিরুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদ্রাসার আবাসিক ছাত্র ভুক্তভোগী শিশু। সে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। একই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশোনা করে আসছিলেন হাফেজ মনিরুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ওই দিনই কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে সোমবার সকালে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ