হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মুরাদনগর থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোহেল মিয়া এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মনিরুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদ্রাসার আবাসিক ছাত্র ভুক্তভোগী শিশু। সে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। একই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশোনা করে আসছিলেন হাফেজ মনিরুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ওই দিনই কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে সোমবার সকালে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার