হোম > সারা দেশ > নোয়াখালী

মালামাল আটকে চাঁদা দাবি, কাস্টমস কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

হাজী সেলিম নামের চট্টগ্রামের এক ব্যবসায়ীর করা মামলায় ফেনীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সুপারিনটেনডেন্ট গোলামুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে নোয়াখালীর বিশেষ জজ আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোরশেদ খান এ রায় দেন। আদালতে শুনানির সময় আসামি উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর থেকে কিছু গার্মেন্টস পণ্য নিলামে ক্রয় করে ঢাকায় পাঠাচ্ছিলেন হাজী সেলিম। এ সময় ফেনীতে তাঁর মালবাহী কাভার্ডভ্যান জব্দ করে মালামাল অবৈধ ঘোষণা করেন কাস্টমস সুপারিনটেনডেন্ট গোলামুর রহমান ও ইন্সপেক্টর শাহজাহান। মালগুলো ছেড়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা দাবি করেন গোলামুর রহমান। পরে চট্টগ্রাম-২ দুদকের পরামর্শমতে গোলামুর রহমানকে ২ লাখ টাকা ঘুষ দেওয়ার সময় দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালামের নেতৃত্বে গোলামুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত একমাত্র আসামি গোলামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় আসামিকে দুই বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। উভয় মামলায় তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির