হোম > সারা দেশ > নোয়াখালী

মালামাল আটকে চাঁদা দাবি, কাস্টমস কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

হাজী সেলিম নামের চট্টগ্রামের এক ব্যবসায়ীর করা মামলায় ফেনীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সুপারিনটেনডেন্ট গোলামুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে নোয়াখালীর বিশেষ জজ আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোরশেদ খান এ রায় দেন। আদালতে শুনানির সময় আসামি উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর থেকে কিছু গার্মেন্টস পণ্য নিলামে ক্রয় করে ঢাকায় পাঠাচ্ছিলেন হাজী সেলিম। এ সময় ফেনীতে তাঁর মালবাহী কাভার্ডভ্যান জব্দ করে মালামাল অবৈধ ঘোষণা করেন কাস্টমস সুপারিনটেনডেন্ট গোলামুর রহমান ও ইন্সপেক্টর শাহজাহান। মালগুলো ছেড়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা দাবি করেন গোলামুর রহমান। পরে চট্টগ্রাম-২ দুদকের পরামর্শমতে গোলামুর রহমানকে ২ লাখ টাকা ঘুষ দেওয়ার সময় দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালামের নেতৃত্বে গোলামুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত একমাত্র আসামি গোলামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় আসামিকে দুই বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। উভয় মামলায় তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু