হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটা আন্দোলন: চট্টগ্রামে ১০ ট্রেনের শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোটাবিরোধী আন্দোলনের কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অন্তত ১০টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। 

এই সব ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার রুটে চলাচল করে। কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এসব
ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আটকে ছিল। এটি ছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি পাহাড়তলী স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম থেকে বেলা ৩টার মহানগর এক্সপ্রেস, বিকেল ৫টার সোনার বাংলা এক্সপ্রেসসহ ১০টি ট্রেন আটকা পড়েছে। 

কথা হয় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তার বেলা ৩টায় মহানগর এক্সপ্রেসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬ টায়ও ট্রেনটি ছেড়ে যায়নি। ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েছেন তিনি। তার মতো আরও কয়েক শ যাত্রীকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে। 

ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন আবদুল হালিম। সকাল ১১টা থেকে বসে আছেন পাহাড়তলী রেলস্টেশনে। এখনো পৌঁছাতে পারেননি চট্টগ্রাম স্টেশনে। 

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কারণে অন্তত ১০ ট্রেন আটকা পড়েছে। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ঘটেছে। মহানগর গোধূলি এক্সপ্রেসের শিডিউলও পিছিয়ে গেছে এ কারণে। তবে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রেল পথ থেকে সরে গেছে। এখন সব ট্রেন গন্তব্যে যাবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম