হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বিরতি ‘চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ’

ফেনী প্রতিনিধি

‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর চালুর চেষ্টা এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে। এতে অংশ নেওয়া ছয় শতাধিক নেতা-কর্মী ফেনীতে রাতযাপন করছেন।

সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে রাত ৮টার পর কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ হয়। এরপর ফেনীতে গিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

রোডমার্চে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টিসহ ছোটবড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

রাত সাড়ে ১১টার দিকে রোডমার্চ ফেনী শহরের হাজারী রোডে আমেনা-সিরাজ কনভেনশন হলে পৌঁছায়। সেখানেই রাতযাপন, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে নেতা-কর্মীরা চট্টগ্রামের দিকে পদযাত্রা শুরু করবেন।

বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়দেব ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। রাখাইন করিডরও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু।’

ফেনীর বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, সরকারের দমননীতি ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে এই লংমার্চ দেশপ্রেমিক জনগণের প্রতিবাদ।

ফেনীতে রোডমার্চ পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল ও ব্যানার নিয়ে তাঁদের বরণ করে নেন। আমেনা-সিরাজ হলে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় বাম নেতারা।

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিনটি ঘর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা