হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়ায় নিহত যুবক বিল্লাল মিয়ার মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় মো. বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, বিল্লালকে তাঁর মাদকসেবী সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নিয়ে করে হত্যা করেন।

আজ রোববার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা নাজিমের বাড়ির পাশ থেকে বিল্লাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

বিল্লালের বাবা জামান মিয়া জানান, তাঁর ছেলে গ্রামের মাদক কারবারি ও মাদকসেবী জসিম, বদু, নজরুল, ছানোয়ারসহ কয়েকজন খারাপ লোকের সঙ্গে চলাফেরা করত। তাঁদের সঙ্গে একদিন না গেলেই বিল্লালকে মারধর করা হতো। ছেলে অটোরিকশা চালাত। এরপর সে বাড়ির আলাদা ঘরে একা থাকত।

জামান মিয়া বলেন, শনিবার রাতে বিল্লাল বসতঘর থেকে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে থাকতে যায়। সেখান থেকে জসিম, নজরুল, বদু, ছানোয়ারসহ মাদকসেবীরা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা