হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বোরকা পরে যুবলীগ নেতাকে দুর্বৃত্তের গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

দুর্বৃত্তরা বোরকা পরে এসে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে।  আজ রোববার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে এই গুলির ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জামাল হোসেন মারা যান।

জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নওয়াগা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, ‘যুবলীগ নেতা জামালকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে শুনেছি। এখনো পর্যন্ত জামালের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গৌরীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবলীগ নেতা জামাল এশার নামাজ পড়তে পশ্চিম বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরা তিনজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যান। বাজারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, ‘ফেসবুকে জানতে পাই যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি।’

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ