হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. লিল মিয়া নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা জসিম উদ্দিন নামের তাঁর এক ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। 

আজ সোমবার বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জমির পাট কাটা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে লিল মিয়ার মাথায় আঘাত করেন। প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে থানা-পুলিশ লিল মিয়ার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। 
জিনদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। অভিযুক্ত জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন।’ 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, লিল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এখনো মামলা করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫