রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জন। গতকাল বুধবার ২২২ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার ২৩ দশমিক ০৮ শতাংশ।
বুধবার রাতে পাওয়া প্রতিবেদনে আক্রান্তদের মধ্যে ২৭ জন রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বাকিরা কাপ্তাই ১১ জন, লংগদু দুজন, বিলাইছড়ি ছয়জন, নানিয়ারচর দুজন ছড়াছড়ি, বরকল ও কাউখালীতে একজন আক্রান্ত হয়েছে।
আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৫৯ জন। এতে শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৫১ শতাংশ।
এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৯৭ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৩ হাজার ৪শ ১৬ জন। এ হিসেবে জেলায় সামগ্রিক করোনা শনাক্তের হার ১৮ দশমিক ২৭।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন।
এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯৮ হাজার ১১৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৯১৩ জন। রাঙামাটি সরকারি কলেজে হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেবা নিচ্ছে ১৩ জন রোগী।
জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, উপসর্গ পরিবর্তন হতে পারে সে হিসেবে ওষুধেরও পরিবর্তন বা নতুন ওষুধ যোগ হবে। ঘরে থাকা রোগীদের অক্সিজেন মাপতে হবে। যার অক্সিজেন লেভেল কমে যাবে তাকে আইসোলেশন সেন্টারে আসতে হবে। সে জন্য রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে।