সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।