হোম > সারা দেশ > কক্সবাজার

সংরক্ষিত বনে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনে হাতিটি মারা যায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দক্ষিণ বন বিভাগের রাজা কূল রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ওই এলাকায় আজ সকালে হাতিটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে পুরুষ জাতের এ হাতিটি অসুস্থাজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ময়নাতদন্তের পর বিকেলে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।

ময়নাতদন্তে অংশ নেওয়া রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাতিটির মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অসুস্থতা জনিত এবং স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরিবেশবাদী সংগঠন পিপলস এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় কক্সবাজারের সংরক্ষিত বনে বন্য হাতি মারা পড়ছে। কী কারণে, কেন হাতির মৃত্যু হচ্ছে-তা অনুসন্ধান জরুরি। না হয় বন্য হাতি বিলুপ্ত হয়ে পড়বে।’

উল্লেখ্য, এর আগে গত ১১ জুন চকরিয়ার খুটাখালী বনে দুর্বৃত্তের গুলিতে একটি হাতি মারা যায়। এ নিয়ে চলতি বছর কক্সবাজারে চারটি বন্য হাতি মারা পড়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার