হোম > সারা দেশ > কক্সবাজার

সংরক্ষিত বনে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনে হাতিটি মারা যায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দক্ষিণ বন বিভাগের রাজা কূল রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ওই এলাকায় আজ সকালে হাতিটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে পুরুষ জাতের এ হাতিটি অসুস্থাজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ময়নাতদন্তের পর বিকেলে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।

ময়নাতদন্তে অংশ নেওয়া রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাতিটির মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অসুস্থতা জনিত এবং স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরিবেশবাদী সংগঠন পিপলস এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় কক্সবাজারের সংরক্ষিত বনে বন্য হাতি মারা পড়ছে। কী কারণে, কেন হাতির মৃত্যু হচ্ছে-তা অনুসন্ধান জরুরি। না হয় বন্য হাতি বিলুপ্ত হয়ে পড়বে।’

উল্লেখ্য, এর আগে গত ১১ জুন চকরিয়ার খুটাখালী বনে দুর্বৃত্তের গুলিতে একটি হাতি মারা যায়। এ নিয়ে চলতি বছর কক্সবাজারে চারটি বন্য হাতি মারা পড়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা