হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ২ দিনে কুকুরের কামড়ে জখম ২৭, ৬ জনের অবস্থা গুরুতর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে কুকুরের কামড়ে ২৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত বুধ ও বৃহস্পতিবার পৌর এলাকার দেওয়ান নগর, আলীপুর ও উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. রিফায়াত আরা পপি। 

সূত্র জানায়, হাটহাজারী পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি স্থানে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। গত দুই দিনে শিশুসহ বিভিন্ন বয়সের ২৭ জন নারী-পুরুষকে কুকুর কামড়েছে। আহতরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫), শরীফ হোসেন (২০), শাহ আলম (৬০), মাহমুদ (৩২), ফায়েজ আহমেদ (৩২), আব্দুর রহমান (২২), রুবেল রানা (৩৮), আবুল বাসার (৩২), মহিউদ্দিন (৪৫), রুবেল (২৪), শাহেদ (২০) এরশাদ (২৫), শাহাআলম (৪৩), আলাউদ্দিন (৪২), সাইফুল (৩২), আবু বক্কর (২৯), লোকমান (৩৭), এমদাদ (৩৫), আবু বকর (২২), জাবেদ (২৯), মোনতাকিম (২৯), তাহিম (১৪) ও আনেশা (২৭)। 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ জানান, কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫) এবং শরীফ হোসেন (২০)। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে র‍্যাবিস ভিসি ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এদিকে কুকুরের উপদ্রব রোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, ‘দুই দিনে নারী, পুরুষ ও শিশুকে কুকুর কামড়িয়ে আহত করার বিষয়টি আমরা জেনেছি। এসব কুকুর চিহ্নিত করতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি র‍্যাবিস ভিসি ভ্যাকসিন পৌরসভা থেকে সরবরাহ করা হয়েছে।’

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী