হোম > সারা দেশ > চাঁদপুর

করোনায় স্বামীর মৃত্যু, ছুরি হাতে ডাক্তার–নার্সদের ধাওয়া শোকাহত স্ত্রীর

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক রোগী। স্বামীর মৃত্যুর পর উন্মাদের মতো আচরণ করতে থাকেন স্ত্রী কুলসুমা বেগম। ছুরি হাতে চিকিৎসক–নার্সসহ অন্য রোগী ও স্বজনদের আঘাত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মেঝেতে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কোভিডে মৃত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।

আইসোলেশন ওয়ার্ডে প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক জন জানান, তিন দিন ধরে কুলসুমা বেগম স্বামীকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়–স্বজন তাঁদের খোঁজখবর নিতে আসেনি। এ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুলসুমা।

তাঁর স্বামীর অক্সিজেন লেভেল অনেক কম ছিল। তিনি আজ বেলা ১২টায় করোনা ওয়ার্ডেই মারা যান। চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দৃশ্য দেখে উদভ্রান্তের মতো আচরণ করেন কুলসুমা বেগম। ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। অন্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। ১০/১৫ মিনিট ছুরি হাতে হাসপাতালে আতঙ্ক ছড়ান কুলসুমা। এরপর অচেতন হয়ে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে হাজির হন। ততক্ষণেও কুলসুমার জ্ঞান ফেরেনি।

দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তাঁর মামা দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানেই তাঁর শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও সুস্থ হননি। তাই চিকিৎসার জন্য চার–পাঁচ বছর আগে দেশে ফেরেন। তিনদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত ৪ আগস্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অক্সিজেন লেভেল অনেক কম ছিল, ৬৫ দশমিক ১ শতাংশ। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।  

তিনি আরও বলেন, আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা শুনেছি, তাঁর স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। অতি শোকে হয়তো তিনি সহিংস আচরণ করেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়ে গেছেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু