হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে বাবার অভিযোগ, ছয় মাসের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. শাহীন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর এ সাজা দেওয়া হয়।

এর আগে ওই দিন দুপুরে মো. শাহীন মিয়ার বাবা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

ওই যুবকের পরিবার জানায়, শাহীন মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রী, সন্তান, মা, বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর ও মানসিক নির্যাতন করেন। তা ছাড়া তিনি মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও গালমন্দ করে মানুষের শান্তি বিনষ্ট করে আসছেন। এসবের প্রতিকার চেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে তাঁর বাবা অভিযোগ করেন। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসন আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক শাহীন মিয়া দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক নিয়মিত মাদক সেবন করেন। তা ছাড়া মাদক সেবনের টাকার জন্য পরিবারের লোকজনকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করেন। বিষয়টি তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করলে তাঁকে এই সাজা দেওয়া হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ