হোম > সারা দেশ > চট্টগ্রাম

আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে স্বামীর ওপর অভিমান করে রিমা আকতার (২৪) নামে এক গৃহবধূ হালদা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ঝাঁপ দেওয়ার পর হালদা কিছু দূর যেতেই তিনি আবার সাঁতার কেটে পাড়ে উঠে আসেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মদুনাঘাট ব্রিজ থেকে ওই গৃহবধূর হালদা নদীতে ঝাঁপ দেন তিনি। 

রিমা আকতার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচাঁদ নগর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির আলী সারাং বাড়ির প্রবাসী ফোরকান উদ্দিনের স্ত্রী। গত ৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। 

জানা যায়, নদীতে ঝাঁপ দেওয়ার স্থান থেকে প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় নিজেই সাঁতার কেটে নদীর পাড়ে ওঠেন রিমা আকতার। পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে আশ্রয় নেন তিনি। 

আত্মহত্যার চেষ্টাকারী রিমা আকতার জানান, গতরাতে স্বামী ফোন করে তাকে মরে যেতে বলেন। মূলত সে কারণেই সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ছাড়াও রিমা অভিযোগ করেন, তার শাশুড়ি ও স্বামী তাঁকে নির্যাতন করেন। তবে কি কারণে নির্যাতন করতেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গৃহবধূকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আমাদের কাছেই আছে। তাঁর বাবার বাড়ির লোকজন আসলে তাঁকে দিয়ে দেওয়া হবে।’ 

 

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা