হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সাবেক এমপির বাড়ির সামনে ককটেল হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ির সামনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। ওয়াদুদ ভূইয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা সভাপতি এবং সাবেক এমপি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ১০টা দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। 

এ নিয়ে জেলাব্যাপী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সন্ত্রাসীদের ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত। বিভিন্নভাবে এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি-নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে জনবহুল এলাকা কলাবাগানে আমার বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এসব করে ভয় দেখিয়ে তারা বিএনপির কার্যক্রম থামিয়ে দিতে চায়, যা তারা কোনো দিনই পারবে না।’ 

এ সময় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যথায়, বিএনপি কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন। 

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত