কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্টের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইকবাল হাশেম রামীম (১০)। সে হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোনাছড়ি গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ও হারবাং কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য হারবাং ইনানী রিসোর্টের অদূরে মহাসড়ক পার হচ্ছিল রামীম। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি হাইওয়ে পুলিশ শনাক্ত করতে কাজ করছি। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’