হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

আহত ইউসুফ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চরজববর সোনাপুর সড়কের ফুল জাহান নগরের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম ইউসুফ (২৭)। তিনি চরজব্বার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাতিয়ালাগো বাড়ির আবদুর রহিমের ছেলে। স্থানীয় পরিষ্কার রাস্তার মাথার একজন বিকাশ দোকানদার। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে নগদ আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তার গতি রোধ করে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তার শরীরে মাথা ও ঘাড়ে মারাত্মক জখম করে। ইউসুফের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়, স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়।

চরজববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায় ইউসুফের মাথা ও শরীরে কুপিয়ে জখম করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু