হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে ৫ একর জমিতে পপি চাষ, ধ্বংস করল বিজিবি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচিতে গভীর বনে ৫একর জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় এই পপি খেত ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এসময় পপি চাষ হচ্ছে এমন ৫ একর পাহাড়ী জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের পপিখেত ধ্বংস করা হয়। 

অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ৫ একর জমিতে চাষ হওয়া পপি প্রক্রিয়াজাত করলে আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এ সব পপি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উপজেলার গহীন অরন্যে আরও কোনো পপি খেত আছে কি না সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক