হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শ্বাসরোধে শিশুকে হত্যা, সৎ বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিশু আরাফাত হোসেন বাপ্পী (৭) হত্যা মামলায় সৎ বাবা মো. সেলিম রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার সরকারি অতিরিক্ত কৌশলী (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম রুবেল (২৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাজোর গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল সকালে বাপ্পিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে সাইকেলে নিয়ে বের হন সেলিম। পরে সদর দক্ষিণ উপজেলার ধনাজোর বিলের কাছে নিয়ে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করেন। হত্যার পর শিশুর লাশ বিলের কচুরিপানায় ভেতর রেখে নিজেই এলাকায় নিখোঁজের মাইকিং করেন। 

এ ঘটনায় ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা মো. আল-আমিন বাদী হয়ে নিহতের সৎ বাবা সেলিম রুবেলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার এপিপি মোহাম্মদ সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়। মামলাটিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা