হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে রেলের জলাশয় ভরাট করে কারখানা সম্প্রসারণের অভিযোগ

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনের পাশে রেলের জলাশয় ভরাট করে কারখানা সম্প্রসারণের অভিযোগ উঠেছে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের বিরুদ্ধে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ দখল করে মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ এগিয়ে নিয়েছে গ্রুপটি। এতে মাটির শ্রেণি পরিবর্তন হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য হারাচ্ছে বলে মনে করছেন সচেতন লোকজন। 

রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ জানায়, সীতাকুণ্ডের কুমিরা স্টেশন এলাকায় রেলওয়ের ৭ একর জায়গা রয়েছে। স্টেশনের পশ্চিম পাশে ২৫ শতক জায়গা নিয়ে এই জলাশয় অবস্থিত। এর পাশে টিকে গ্রুপের ভোজ্যতেলের কারখানা। তাঁরা কারখানা সম্প্রসারণের জন্য জলাশয়টি ভরাট করছে এক সপ্তাহ ধরে। সরেজমিনে জানা গেছে, জলাশয়ের দুই-তৃতীয়াংশ মাটি ফেলে ভরাট করে ফেলেছেন কারখানার লোকজন। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করা বেআইনি। ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।’ 
 
আখতার কবির চৌধুরী আরও বলেন, ‘আইন থাকা সত্ত্বেও আমরা জলাশয় ভরাট বা দখল হতে দেখি। বিশেষ করে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান এসব জলাশয় ভরাট করছে। ডিটেইলড এরিয়া প্ল্যান-ড্যাপের মাস্টারপ্ল্যান এবং আইন ভেঙে জলাশয় ভরাট করা হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ করা হচ্ছে না। যার যেটা মন চায়, সে সেটা করছে।’ 

এদিকে আজ বৃহস্পতিবার রেলের কর্মকর্তারা ঘটনস্থল পরিদর্শন করে জলাশয় ভরাটের সত্যতা পেয়েছেন। কিন্তু তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। 

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘রেলের জলাশয় ভরাট করে টিকে গ্রুপের কারখানা সম্প্রসারণের সত্যতা পেয়েছি। আমরা এই বিষয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করেছি। তাঁরা মাটি সরিয়ে নেবেন বলে জানিয়েছেন।’ 

এই বিষয়ে জানতে টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদের মোবাইল ফোনে কল দেওয়া হয়, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে