অবশেষে কড়া নিরাপত্তায় বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও শান্তি কমিটির সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়েছে। আজ রুমা উপজেলার মুনলাই পাড়ায় মুখোমুখি বৈঠকে এ সমঝোতা স্মারক সম্পন্ন হয়।
শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে আট সদস্য এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের প্রধান উপদেষ্টা এন্ডার লাল এং লিয়ানের নেতৃত্বে পাঁচ সদস্য বৈঠকে অংশ নেয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তংচঙ্গ্যা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জুন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ১৮ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। পরে ১৯ জুলাই, ৪ আগস্ট ও ২১ সেপ্টেম্বর পৃথক স্থান থেকে ভার্চ্যুয়ালি কমিটির ১০ সদস্য ও কেএনএফের চার সদস্য আলোচনা করেন। আর মুখোমুখি এটিই প্রথম বৈঠক।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও শান্তি কমিটির চেয়ারম্যান ক্যা শৈ হ্লা আজকের পত্রিকাকে বলেন, ‘কেএনএফের সঙ্গে মুখোমুখি প্রথম বৈঠক খুবই আন্তরিক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও একটি বৈঠক হবে। এই বৈঠকের মাধ্যমে চলমান সমস্যা নিরসন হবে।’
এদিকে শান্তি আলোচনার বৈঠককে ঘিরে মুনলাই পাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বিজিবিসহ মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
এই বিষয়ে রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈবং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকটি ইতিবাচক, এর মাধ্যমে এলাকায় আগের মতো শান্তি ফিরে আসবে বলে আমি আশাবাদী।’
অন্যদিকে কেএনএফের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ আছে দাবি করে যৌথ বাহিনী জানায়, এই সময়ে পাহাড়ে অভিযানে জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৬৮ জন জঙ্গি ও কেএনএফের কয়েকজনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।