ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিদগ্ধ কলেজছাত্র কাজী ছারওয়ার উদ্দিন মারা গেছেন। আজ রোববার ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার মৌলভী সামছুল করিম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের জয়নাল আবেদিন ভুট্টোর ছেলে।
এর আগে ১৭ অক্টোবর ছাগলনাইয়া পৌর শহরের পুরোনো আদালত ভবন এলাকার একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় গুরুতর আহত হন কলেজছাত্র কাজী ছারওয়ার উদ্দিনসহ (১৭) তিনজন।
আহতদের মধ্যে কাজী ছারওয়ার উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।