কুমিল্লার হোমনায় আগুনে এক কৃষকের দুটি গরু ও ছাগলসহ দুই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আহত হয়েছেন তিনজন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর পশ্চিমপাড়ার মো. লিল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মো. লিল মিয়া জানান, গতকাল বুধবার রাত আটটার দিকে গোয়াল ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বসতঘরে ছড়িয়ে পড়ে। নিজেরা আগুন নেভাতে না পেরে মসজিদের মাইকে ঘোষণা দেই।
পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে গোয়াল ঘরের দুটি গরু ও দুটি ছাগলসহ গোয়াল ঘর ও বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে বসত ঘরে রাখা মরিচ, সরিষা, রসুন, আলুসহ অন্যান্য সকল মালামাল পুড়ে যায়।
এ সময় আগুন নেভাতে গিয়ে আমার মেয়ের হাত পুড়ে গেছে। আগুনে আমার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।