চলমান দুর্গাপূজা বিষয়ে ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াছিন রুবেল (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত স্মার্ট ফোনটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিবির ওসি।
শনিবার রাতে চৌমুহনী বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক ইয়াছিন রুবেল চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে পূজাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক একটি পোস্ট করেন ইয়াছিন, যা হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ ও ধর্মীয় উসকানিমূলক হওয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আহমেদ বলেন, আটকের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে তিনি এমন পোস্ট করেছেন, তা জনার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।