হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দোকানে চুরি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকায় একটি টেলিকমের দোকানে দিনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।

পুলিশ ও মাস্টার টেলিকম মোবাইল বিক্রয় সার্ভিসিং সেন্টারের দোকানমালিক বকুল মিয়া জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ওত পেতে থাকা সাতজন চোর দোকানের তালা আঠাজাতীয় জিনিস দিয়ে খুলে ভেতরে ঢুকে ৫-৭ মিনিটের মধ্যে দোকানে থাকা ১৫টি স্মার্টফোন, ১০-১৫ হাজার টাকা এবং ড্রয়ার ভেঙে নিয়ে গেছে। সে সময় দোকানে মারা দুটি তালা খুলে চোরদের নিজের একটি নতুন তালা মেরে গেছে। এ ঘটনার পুরো চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে জানান, জুমার নামাজে সবাই যখন ব্যস্ত ছিল, সে সময় তারা চুরি করেছে। সেখানে থাকা প্রায় সাত লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তারা সবাই বাইরের এলাকার চোর।

ওসি আরও বলেন, তারা পেশাদার চোর। ধারণা করা হচ্ছে, তারা মোবাইল চুরি করে পাশের দেশ ভারতে পাচার করে দিয়েছে। তাদের ধরতে পুলিশ, ডিবিসহ একাধিক টিম কাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

সীমান্তে ভারতীয় বোনের লাশ দেখে কাঁদলেন বাংলাদেশি ভাই