হোম > সারা দেশ > চাঁদপুর

দোকান থেকে চিপস নিয়ে বাড়ি ফিরছিল ২ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে দোকান থেকে বিকেলে চিপস নিয়ে বাড়ি রওনা হয় একই বাড়ির ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামের দুই শিশু। পরে সন্ধ্যায় তাদের লাশ মেলে বাড়ির পাশের পুকুরে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদারবাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদারবাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনেরা জানান, বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে উঠে আসে দুই শিশুর লাশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এ ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোপীনাথ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়ি পাঠান। কিন্তু শিশু দুটি বাড়ি পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে