হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গৃহকর্ত্রীকে জিম্মি করে ২১ লাখ টাকা লুট করেন গাড়িচালক

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে এক নারীকে জিম্মি করে তাঁরই ব্যক্তিগত গাড়িচালক নাজমুল হোসেন সাজাত (৪২) নগদ ও স্বর্ণালংকারসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। গত সোমবারের এ ঘটনায় মামলা হলে গাড়িচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার সাজাত বগুড়া শহরের মধ্য বৃন্দাবনপাড়ার বাসিন্দা। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় রানার সিটিতে বসবাসকারী শাপলা শাহীন নামের এক নারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

মামলার বাদী শাপলা শাহীন আজকের পত্রিকাকে বলেন, তাঁর প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে তিনি দুই শিশুসন্তান নিয়ে রানার সিটিতে নিজের বাসায় থাকতেন। নাজমুল হোসেন সাজাত এক বছর ধরে তাঁর ব্যক্তিগত গাড়িচালকের কাজ করতেন।

শাপলা শাহীন বলেন, সোমবার ভোরে গাড়িচালক সাজাত বাসায় আসেন। সকাল ৭টার দিকে ছোট সন্তানকে স্কুলে দিয়ে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে বড় সন্তানকে স্কুলে দিয়ে সোয়া ১০টায় বাসায় ফেরেন তিনি। গ্যারেজে ঢোকার পর বাসার প্রধান ফটক বন্ধ করে চালক তাঁর দুই হাত বেঁধে ফেলেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর চাকু বের করে ভয় দেখিয়ে তাঁকে নিয়ে বাসায় ঢোকেন।

শাপলা শাহীন আরও বলেন, এ সময় তাঁর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা, ৭০০ ইউএস ডলার, ১৩ ভরি স্বর্ণের গয়নাসহ ২১ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যান সাজাত। এ ঘটনায় পরদিন রাতে তিনি বাদী হয়ে গাড়িচালক সাজাতের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।

এদিকে র‍্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে গাড়িচালক নামজুল হোসেন সাজাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১ লাখ ১২ হাজার টাকা, সমুদয় স্বর্ণালংকার, বিভিন্ন দেশের ২৬০টি কয়েন, ডলার সদৃশ তিনটি ম্যাগনেটিক শোপিচ এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ