হোম > সারা দেশ > বগুড়া

স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে নাছিমা বিবি (৪০) নামের এক গৃহবধূকে নির্যাতন করেছেন স্বামী আক্কাছ আলী। এরপর স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করে। এরপর নির্যাতিত গৃহবধূর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আক্কাছ মণ্ডলের সঙ্গে ২০-২২ বছর আগে নাছিমা বিবির বিয়ে হয়ে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেলাহালী গ্রামের ওয়াহেদ প্রামাণিকের মেয়ে নাছিমা এবং আদমদীঘির বিনসাড়া গ্রামের মেহের আলীর ছেলে আক্কাছ। তাঁদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে মাঝে মাঝে কলহ বিবাদ লাগত। গতকাল সোমবার সন্ধ্যায় আক্কাছ আলী ঘরের দরজা বন্ধ করে স্ত্রী নাছিমা বিবিকে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করেন। প্রতিবেশীরা নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

নির্যাতিত গৃহবধূ নাছিমা বিবি জানান, তাঁর স্বামী ৪-৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তাঁর ওপর শুরু হয় শারীরিকভাবে নির্যাতন। গতকাল সোমবার সন্ধ্যায় বিনা কারণে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে তাঁকে মারপিট করে গুরুতর জখম করেন তাঁর স্বামী। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূকে নির্যাতনের ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত