হোম > সারা দেশ > বগুড়া

স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে নাছিমা বিবি (৪০) নামের এক গৃহবধূকে নির্যাতন করেছেন স্বামী আক্কাছ আলী। এরপর স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করে। এরপর নির্যাতিত গৃহবধূর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আক্কাছ মণ্ডলের সঙ্গে ২০-২২ বছর আগে নাছিমা বিবির বিয়ে হয়ে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেলাহালী গ্রামের ওয়াহেদ প্রামাণিকের মেয়ে নাছিমা এবং আদমদীঘির বিনসাড়া গ্রামের মেহের আলীর ছেলে আক্কাছ। তাঁদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে মাঝে মাঝে কলহ বিবাদ লাগত। গতকাল সোমবার সন্ধ্যায় আক্কাছ আলী ঘরের দরজা বন্ধ করে স্ত্রী নাছিমা বিবিকে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করেন। প্রতিবেশীরা নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

নির্যাতিত গৃহবধূ নাছিমা বিবি জানান, তাঁর স্বামী ৪-৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তাঁর ওপর শুরু হয় শারীরিকভাবে নির্যাতন। গতকাল সোমবার সন্ধ্যায় বিনা কারণে ঘরের দরজা বন্ধ করে হত্যার উদ্দেশে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে তাঁকে মারপিট করে গুরুতর জখম করেন তাঁর স্বামী। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূকে নির্যাতনের ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক