হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নির্মাণশ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফন করা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে ও দুই পায়ে জখমের চিহ্ন ছিল।

বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণশ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লিটন শেখ বাঘা আরও বলেন, ‘৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন জাবেদ। রাত ৮টার দিকে সাতমাথাসংলগ্ন বগুড়া জিলা স্কুল মাঠে রক্তাক্ত জখম অবস্থায় জাবেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করি। কেউ তাঁকে চিনতে না পারায় পুলিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের দ্বারস্থ হয়। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়।’

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার