হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ৩৮ দিনের শিশুর মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় টয়লেটের ট্যাংকের ভেতর থেকে আঁখি খাতুন নামের ৩৮ দিন বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি পার্শ্ববর্তী পারধুনট গ্রামের ওয়াসিম প্রামাণিকের কন্যা। 
 
শিশুটির মা আদুরী খাতুন আজকের পত্রিকাকে জানায়, শনিবার বিকেল ৫টার দিকে আঁখিকে ঘরে রেখে তিনি টয়লেটে যান। এরপর ঘরে ফিরে সে তাঁর কোলের সন্তানের আর দেখা পায়নি।

স্থানীয়রা জানায়, শিশুটি নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা খুঁজতে থাকে। এরপর প্রায় ২১ ঘণ্টা পর রোববার দুপুর ২টায় ওই বাড়ির টয়লেটের কূপে আঁখির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি ধুনট থানা-পুলিশকে অবগত বিকেল ৩টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নিহত আঁখির বাবা ওয়াসিম প্রামাণিক বলেন, শনিবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে মুঠোফোনে জানায় আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর শ্বশুর বাড়ি আসি এবং মেয়ের খোঁজ করতে থাকি। রোববার দুপুরের পর শ্বশুর বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতর আমার মেয়ের মরদেহ পাওয়া যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ট্যাংক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির নানি চম্পা খাতুনকে আটক করা হয়েছে।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি