হোম > সারা দেশ > বগুড়া

ভাইয়ের লাশ ফেলে রেখে টাকা আত্মসাতের চেষ্টা দুই বোনের

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জাহাঙ্গীর আকরাম কাজল (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর লাশ ফেলে রেখে আত্মসাৎ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল দুই বোনের হেফাজত থেকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

উদ্ধার মালপত্রের মধ্যে রয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা, ২৪ হাজার ইউএস ডলার, ১ হাজার ২৫৬ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি সোনার গয়না, বেশ কয়েকটি হাতঘড়ি ও মূল্যবান জিনিসপত্র।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সামিনুল হক জানান, জাহাঙ্গীর আকরাম কাজল বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বিবাহিত না হওয়ায় ফিলিং স্টেশনের দোতলায় একাই বসবাস করতেন। গতকাল দুপুরের খাবার পর তিনি ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ঘুম থেকে জেগে না উঠলে রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ডেকে এনে দরজা ভেঙে কাজলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। এরপর কাজলের লাশ ফিলিং স্টেশনে নিয়ে আসা হয়।

এসআই সামিনুল বলেন, জাহাঙ্গীর আকরাম কাজলের চার বোন, দুই ভাই। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর দুই বোন মোর্শেদা শাহনাজ কল্পনা, রায়হানা সাজিদ রত্নাসহ আরও কয়েকজন ফিলিং স্টেশনে যান। তাঁরা লাশ ফেলে রেখে ঘর থেকে টাকা, ডলার, সৌদি রিয়াল, ঘড়ি, আংটিসহ দামি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় জনগণ তাঁদের ফিলিং স্টেশনের দোতলায় আটকে রাখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে রাত ১টার দিকে সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দুই বোন ও তাঁদের সঙ্গে আসা লোকজনের হেফাজত থেকে লুট করা মালপত্র উদ্ধার করেন।

তবে মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আকরাম কাজলের ছোট বোন মোর্শেদা শাহনাজ কল্পনা বলেন, ‘বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফিলিং স্টেশনে যাই। ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তাঁর টাকাপয়সা হেফাজত করার চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদের বুঝিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ব্যাংকের সহযোগিতায় টাকা, বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার