হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে আয় করার অভিযোগে এই মামলা করা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণী দাখিলের সময় তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুদকের সমন্বিত কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে এ দিনই দুদকের কর্মকর্তা আমিনুল বাদী হয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেন। 

দুদকের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে আওয়ামী লীগের নেতা মোহনের কাছে সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ আগস্ট সম্পত্তির হিসাব দেন তিনি (মোহন)। এর মধ্যে ৯ কোটি ৮৭ লাখ ৩০০ টাকার সম্পদ আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এ ছাড়া হিসাব বিবরণীতে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ গোপন রাখেন মোহন, যা পরবর্তী সময়ে আমরা জানতে পারি।’

মামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোহন বলেন, ‘এখনো অভিযোগ বিষয়ে জানি না। আমি সব সম্পদের হিসাবই দাখিল করেছি। তার পরও মামলা যদি হয়েই থাকে, তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন বাকিটা আদালতেই জবাব দেব।’

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল