বগুড়া জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন পদপ্রত্যাশী ছাত্রলীগের আন্দোলনরত নেতা-কর্মীরা। এর আগে তাঁরা বিজয় দিবসের কর্মসূচিতে ছুরি হাতে থাকা ছাত্রলীগ কর্মী রিফাতকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
এ নিয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বলেন, ‘ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন না করে কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা ছাত্রলীগের কার্যালয়ে আবারও তালা ঝোলানো হয়। গত ১৬ ডিসেম্বর নতুন কমিটির নেতারা কার্যালয়ের তালা খুলে দেন। ’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘বিজয় দিবসের কর্মসুচীতে ছুরি হাতে থাকা যুবককে চিহ্নিত করা গেছে। তাঁকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।’