হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। 

বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ। 

এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি