বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাঁচ পিস ইয়াবাসহ জাকির হোসেন খোকন নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাত ৮ দিকে উপজেলার বোয়ালমারি এলাকা থেকে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল।
গ্রেপ্তার হওয়া খোকন উপজেলার ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি একই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আরাব হোসেন।
এসআই বেলাল বলেন, খোকন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার বোয়ালমারি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। মাদক বিক্রির কাজে ব্যবহৃত খোকনের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই রুম্মান হাসান বলেন, খোকনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।