হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছুরি হাতে ছাত্রলীগ কর্মী

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিজয় দিবসে জেলা আ. লীগের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতি ও ধাওয়ার সময় ছুরি হাতে এক যুবককে দেখা গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে শহরের সাতমাথায় আওয়ামী লীগ অফিসে পাশে তাকে ছুরি হাতে দৌড়াতে দেখা যায়।

এই ছবিটি দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় ৷

জেলা ছাত্রলীগ নেতারা জানান, ছুরি হাতে ওই যুবকের নাম আজবিন রিফাত ৷ তিনি বগুড়া সদরের নুনগোলা ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, আজবিন রিফাত সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার অনুসারী এবং তার বাইকচালক। তার বাড়ি শহরের সুলতানগঞ্জ পাড়ায়।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সহাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।  তবে আজবিন রিফাতের ফেইসবুকে সজীব সাহার তার সঙ্গে বেশ কিছু ছবি দেখা গেছে। 

শুক্রবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পদ না পেয়ে বিক্ষুব্ধ নেতা–কর্মীরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী নেতা–কর্মীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়লে আজবিন রিফাত ছুরি বের করেন। তবে তার হাতের ছুরিতে কারও আঘাত পাওয়ার খবর নেই।  

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশের নজরে বিষয়টি আসেনি। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে ব্যস্ত ছিল।

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার