হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মহাসড়কে ট্রাকে আগুন, বিএনপির নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মহাসড়কে পেট্রল ঢেলে দুটি ট্রাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপির নেতা-কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল রাতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৫ জনকে। অজ্ঞাতনামা রয়েছে আরও অনেকে। মামলার আসামি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসহ জামায়াত নেতারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি উপজেলা গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭)। গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুনপাড়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) ও সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)।

মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক তিনি বলেন, আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে থানা-পুলিশ। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই দুই ট্রাকের অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত সোমবার একটি মাটিভর্তি ট্রাক বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে শেরপুর উপজেলার দশমাইলে পৌঁছালে একদল লোক ট্রাক দুটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট