হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ১৮৩ জন। করোনায় নতুন ৭ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৬৫। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৭টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭০৭। একই সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ জন। এ হিসাবে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৫৩৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৫ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৫ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১০১, শেরপুরে ২২, সারিয়াকান্দিতে ১১, নন্দীগ্রামে ১০, সোনাতলায় ৮, গাবতলীতে ৮, শাজাহানপুরে ৬, ধুনটে ৫, দুপচাঁচিয়ায় ৪, শিবগঞ্জে ৪ ও কাহালু উপজেলায় ৪ জন রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮টি নমুনায় ৩৬ জন করোনা পজিটিভ হন। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় ২৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল