হোম > সারা দেশ > বগুড়া

প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শহরের সাতমাথা এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের সদস্যরা ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণকে প্রতারণা করতেন। তারা ক্রেতাদের বলতেন মুদ্রা ও আংটিতে রয়েছে ‘অলৌকিক ক্ষমতা’। এসব জিনিস কাছে থাকলে খুব দ্রুত প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া যায়। 

গতকাল সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা ও দুটি আংটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের সেউজগাড়ী আমতলা এলাকার কোরবান আলী (৫৮), নামাজগড় (টিনপট্টি মোড়) এলাকার বাসিন্দা উৎপল দত্ত (৪১) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের সাইদুল ইসলাম (৪৭)। 

বগুড়া র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। একই সঙ্গে তাঁরা এ কাজে হাতিয়ে নিয়েছেন বড় অঙ্কের টাকা। তারা বিভিন্ন অলৌকিক কথা বলে মানুষদের আকৃষ্ট করতেন। তাদের কথা বিশ্বাস করে প্রতারিত হতেন সাধারণ মানুষেরা। গ্রেপ্তারের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

এ বিষয়ে বগুড়া সদর থানায় ওসি মো. সেলিম রেজা জানান, তিনজনকে ধাতব মুদ্রা ও আংটিসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‍্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার