হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলায় মাদক অভিযান পরিচালনার সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় চারজনকে ২টি বর্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

গ্রেপ্তারকৃত চারজন হলেন, উপজেলার বিশা বড়গাছা গ্রামের আরিফুল ইসলাম (২৩), মহেশপুর গ্রামের রাহাত বাবু (২০), শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের মিজানুর রহমান (২৪) এবং একই গ্রামের মাহমুদুল হাসান রতন (২২)। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহেশপুর গ্রামে পরিত্যক্ত একটি চাতালে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন মাদক সেবনরত অবস্থায় ছিলেন। তাঁদের ধরতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই মাদক সেবনরত অবস্থায় ছিলেন। তাঁদের ধরতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাঁদের ২টি বর্মিজ চাকুসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল