হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউস (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বনানী থেকে তাঁকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার গোলাম গাউস শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকা থেকে মোটরসাইকেলসহ গোলাম গাউছকে আটক করা হয়। তাঁর হেফাজতে থাকা হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেলটির মালিকানার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমনকি তিনি মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ কারণে চোরাই মোটরসাইকেল সংরক্ষণের অভিযোগে আজ তাঁর নামে শাজাহানপুর থানায় মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম গাউছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রন্জু বলেন, ‘গোলাম গাউছ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল