বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের মরদেহ এখন শজিমেক মর্গে রয়েছে। যুবকের সন্ধান পেলে সদর থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার এসআই মুক্তার মাহমুদ।
এসআই জানান, গত মঙ্গলবার স্থানীয় লোকজন যুবকটিকে অজ্ঞাত পরিচয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এ সময় অবস্থার অবনতি ঘটলে তাঁকে শজিমেকে পাঠানো হয়। গ্রাম পুলিশের সাহায্যে ওই যুবককে শজিমেকে এনে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
মুক্তার মাহমুদ আরও জানান, হাসপাতালের ভর্তি রসিদে বিষক্রিয়াজনিত কারণে যুবকের অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।
এসআই মুক্তার বলেন, যুবকের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের বিশেষায়িত ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।