হোম > সারা দেশ > বগুড়া

একঘরে করে রাখা সেই ৯ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মেয়র ও ওসি

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে একঘরে করে রাখা নয়টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও থানার ওসি কৃপা সিন্ধু বালা পৃথক ভাবে পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এর মধ্যে ছিল–মাংস, ভোজ্যতেল, মসলা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি ও সেমাই।

গ্রাম্য মাতব্বরেরা ৯ পরিবারকে একঘরে রাখা এবং কোরবানির মাংস থেকে বঞ্চিত করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও ওসি কৃপা সিন্ধু বালা এ উদ্যোগ নেন।

নিজ তহবিল থেকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ওই পরিবারগুলোর মাঝে ১০ কেজি মাংস, তেল, মসলা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি ও সেমাই এবং ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ১৫ কেজি মাংস বিতরণ করেন।

ওসি কৃপা সিন্ধু বালা জানান, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি দ্রুত সমাধান করতে বলা হয়েছে। ওই নয় পরিবারের সদস্যদের চলাচলে কোনো বাধার সৃষ্টি করা হলে সমাজপতিদের বিরুদ্ধে বিধি মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, পত্রিকায় সংবাদ দেখে ওই নয়টি পরিবারের জন্য সাধ্য মতো কিছু করার চেষ্টা করেছি।

আরও পড়ুন:

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল