হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় তিন হাসপাতালে ২৬ জনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২১। তবে করোনায় মৃতদের মধ্যে দুজন অন্য জেলার বাসিন্দা।

আজ বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৫টি নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৩৬ জন। এতে শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

সিভিল সার্জন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯০৯ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫১ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন অন্য জেলার বাসিন্দা। তাঁরা বগুড়ায় চিকিৎসা নিচ্ছিলেন।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি