হোম > সারা দেশ > বগুড়া

বুড়ইল ইউপির পুনর্নির্বাচনে ভোট চলছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে দুই সাধারণ সদস্য পদপ্রার্থী সমান ভোট পাওয়ায় ৫ নম্বর ওয়ার্ডে আজ আবার ভোট নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেষ ধাপে ১৫ জুন বুড়ইল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকের আব্দুল কাদের ৮২৫ ও মহিদুল ইসলাম বাবু মোরগ প্রতীকে ৮২৫ ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বুড়ইল ইউপি নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী আজ আবার ভোট নেওয়া হচ্ছে। দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, ‘শান্তিপূর্ণভাবে বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক