হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তারকৃত রোহান ও বেলি বেগম। ছবি: সংগৃহীত

বগুড়ায় গৃহবধূ ববি খাতুনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব-১২, বগুড়া এবং র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে রাজধানীর সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গত ২৫ মে রাতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর স্বামী রোহান পেটে ছুরিকাঘাতে হত্যা করে। ববি বগুড়ার জহুরুল নগরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পরদিন নিহতের মা বাদী হয়ে ৬ জনের নামে সদর থানায় মামলা করেন। এরপর থেকেই রোহান ও বেলি বেগম পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে মো. রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার