হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে অটোরিকশাচালক মোকলেসুর রহমান (২৬) এবং একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা এবং নিহত রফিকুল ইসলাম অটোরিকশার যাত্রী ছিলেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, রংপুরগামী পিকআপের সঙ্গে বগুড়া শহরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপচালক পালিয়ে গেছেন। পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল